আমরা দাগ মুছে ফেলতে চাই’মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

নাটক, সিনেমা, বিজ্ঞাপনচিত্র-যে মাধ্যমেই অভিনয় করেন না কেন সেখানেই নিজের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলেন অভিনেতা মোশাররফ করিম। আর সে জন্যই তাকে বলা হয় ‘ডাইনামিক’ অভিনেতা। সম্প্রতি নতুন একটি সিনেমার কাজ শেষ করেছেন মোশাররফ। যার নাম ‘দাগ’। এটি নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা সঞ্জয় সমাদ্দার। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

Islami Bank

কাজটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাগ আমরা কেউ রাখতে চাই না। আমরা সবাই দাগ মুছে ফেলতে চাই। আমরা হয়তো অনেক দূর এগিয়েছি, অনেক ধরনের দাগ মুছে ফেলছি।

আরও পড়ুন…হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ

কিন্তু এখনও এমন কিছু দাগ আছে যেগুলো আমরা মুছে ফেলতে পারতাম, তবে মুছিনি। সেই মুছতে না পারা দাগগুলোর গল্পই নিয়েই এই সিনেমা।’

one pherma

নির্মাতা সঞ্জয় সমাদ্দারের সঙ্গে মোশাররফ করিম
নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, ‘গল্পটাকে প্রোপার একটা রূপ দেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেছি। আর যে রকম গল্পে আমরা কাজ করেছি এরকম গল্প আগে কখনও নির্মাণ হয়নি।

এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কে তা আসলে গল্প না দেখা পর্যন্ত বলা যাবে না। এই গল্পে হিরো সামাজিক ইস্যু। আশা করছি দর্শককে ভালো কিছুই দিতে পারব।’

আরও পড়ুন…নড়াইলে খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

‘দাগ’ সিনেমায় মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন আয়েশা খান, নিশাত প্রিয়ম, সোমু চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, এ কে আজাদ সেতু, মিলি বাশার, মাসুম বাশার, সাবেরী আলম প্রমুখ। শিগগিরিই একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

ইবাংলা/জেএন/২৩ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us