সন্তানের কথা ভেবে অনেক কথা বলা যায় না

বিনোদন ডেস্ক

শাকিব খান ও বুবলীর মাঝে যে এখন কোনো সম্পর্ক নেই সেটা অনেকটা ‘ওপেন সিক্রেট’ বিষয়। মাঝে যদিও বুবলী ভিন্ন সুরে কথা বলে বিষয়টা হালকা করতে চেয়েছিলেন। ‘যা রটে তার কিছুটা হলেও বটে’— তা-ই যেন বুঝিয়ে দিলেন ঢালিউড শীর্ষ নায়ক।

Islami Bank

এই দুই তারকার এখনও বিবাহ বিচ্ছেদ না হলেও, কোনো সম্পর্ক নেই— তার ইঙ্গিত মিলল শাকিব খানের কথাতেই। তিনি বলেন, ‘একসময় মানুষ আমাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে এমনিতেই জেনে যাবে। এটাতো এমনিতেই মানুষের বোঝা উচিত এই দূরত্বের কথা।’

আরও পড়ুন…ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

দেশের একটি জাতীয় দৈনিকে বুবলীর সঙ্গে সম্পর্ক এখনও আছে কি না, এমন প্রশ্নে শাকিব খানের উত্তর, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই সেটা যারা সবকিছু দেখেও না দেখার এবং বুঝেও না বোঝার ভান করে, আমি সময়মতো তা সবাইকে বুঝিয়ে দেব!’

তিনি আরও বলেন, ‘বুবলীর সন্তানের কথা কি আমি তাকে আড়াল করে রাখতে বলেছিলাম? নিজের ক্যারিয়ারের কথা ভেবে তিনি সেটা প্রকাশ করেননি। আমি তো তার মুখ বন্ধ রাখতে বলিনি। মাঝে নিজে অনেক কিছু করেছে সে। সব খবরই তো আসে আমার কানে। থাক সেইসব কথা।’

one pherma

‘বসগিরি’ সিনেমার গানের দৃশ্যে শাকিব-বুবলী
কেন চুপ থাকছেন, সবকিছু কেন পরিষ্কার করছেন না? এ ব্যাপারে স্বভাবসুলভ ভঙ্গিতে শাকিব যোগ করেন, ‘আসলে সন্তানের কথা ভেবে অনেক কিছু বলা যায় না। আমার সন্তান শেহজাদ খান বীর বড় হচ্ছে।

তার কথা ভেবে অনেক কিছু বলতে পারি না। আগামীতে আমার সন্তানের খারাপ কিছু হোক, সেটাও চাই না। আমার প্রিয় দুই সন্তান আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। তাদের নিয়েই আগামীর পথে পাড়ি দিতে চাই।’

আরও পড়ুন…নোয়াখালীতে শিক্ষা কর্মকর্তাকে মারধর: ডাটা এন্টি অপারেটর বরখাস্ত

প্রসঙ্গত, শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই। সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ।

ইবাংলা/জেএন/২৬ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us