বাংলাদেশের আরেক ছবিতে মিথিলা, নায়ক নাঈম

ডেস্ক রিপোর্ট

এতেোদিন গান,বিজ্ঞাপন ও নাটকে ছিলেন মিথিলা। সেই মিথিলা এবার সিনেমায় অভিনয় করছেন নিয়মিত। নিরবের বিপরীতে ‘অমানুষ’ সিনেমা দিয়ে শুরু হয় তার সিনেমায় যাত্রা। পরে ব্যাক টু ব্যাক বেশ কয়েকটি কলকাতার ছবিতে অভিনয় করার খবর দেন এই অভিনেত্রী।

Islami Bank

এবার জানা গেলো মিথিলা আরেকটি ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। নতুন সিনেমার নাম ‘জলে জ্বলে তারা’। এতে মিথিলার নায়ক হিসেবে থাকছেন টিভি অভিনেতা এফএস নাঈম। সরকারি অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করবেন অরুণ চৌধুরী।

সিনেমার প্রথম লটের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিং শুরু হচ্ছে মানিকগঞ্জের একটি গ্রামে। প্রথম লটের শুটিং মিথিলা ছাড়াই শেষ হয়েছে। দ্বিতীয় লটের শুটিংয়ে একসঙ্গে যোগ দিচ্ছেন মিথিলা-নাঈম।

মিথিলা বলেন, ‘নতুন সিনেমাটির গল্প খুব ভালো। ভালো চরিত্রও পেয়েছি। আশা করছি ভালো একটি কাজের সঙ্গে যুক্ত হলাম।’

one pherma

মিথিলা আরও বলেন, ছবির প্রথম লটের শুটিংয়ের সময় কলকাতায় ছিলাম আমি। তখনই ছবিটিতে চূড়ান্ত হই। ঢাকা ফেরার পর গত ১৩ অক্টোবর চুক্তিবদ্ধ হই। আর শুটিং শুরু করবো কাল থেকে।’

তে নাঈম-মিথিলা ছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ, ওবিদ রেহান প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।

নদি ও একজন নারীর গল্প দেখানো হবে ছবিটিতে। যে নারীর নাম তারা। এই তারা চরিত্রটি করছেন মিথিলা।

ছবিটির গান গেয়েছেন কুমার বিশ্বাজিৎ ও ইমরান।

Contact Us