কুমিল্লায় ‘শচীন মেলা’ শুরু

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মণ স্মরণে শনিবার (২৯ অক্টোবর) থেকে কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী শচীন মেলা। কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থাস্থ শিল্পীর বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠেয় এ মেলা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ।

Islami Bank

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এফ.এম আবদুল মঈন। সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ২৯ অক্টোবর বিকেল তিনটায় শচীন মেলার উদ্বোধন, সোয়া তিনটায় আলোচনা সভা এবং বিকেল সাড়ে চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

one pherma

৩০ অক্টোবর সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা, বিকেল তিনটায় সঙ্গীত প্রতিযোগিতা, বিকেল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং তৃতীয় দিন ৩১ অক্টোবর বেলা তিনটায় আলোচনা সভা, বিকেল সাড়ে চারটায় সমাপনী অনুষ্ঠান এবং বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইবাংলা/জেএন/২৮ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us