ডিএসইর সিটিওকে বাধ্যতামূলক ছুটি

ডেস্ক রিপোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। সোমবার এক সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

Islami Bank

আরও পড়ুন…প্রশ্ন ফাঁসে ১০ বছরের কারাদণ্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কারিগরি ত্রুটির ঘটনায় তদন্তের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে ছুটিতে থাকতে হবে। সোমবার (৩১ অক্টোবর) বিএসইসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম।

তিনি বলেন, ডিএসইর বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন লেনদেনে সেবা দিতে ব্যর্থ হওয়ায় আজকের কমিশন সভায় সিটিও মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আদেশ জারি করে তা ডিএসইতে পাঠানো হয়েছে। অবিলম্বে তা কার্যকর হবে।

one pherma

আরও পড়ুন…দেশের সংকটে বড় দুই দল রাজনৈতিক শোডাউনে ব্যস্ত

এছাড়া ডিএসইর আইটি বিভাগকে ঢেলে সাজানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মুখপাত্র রেজাউল করিম। গত ২৪ অক্টোবর কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে বিঘ্ন ঘটে। পরে এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইবাংলা/জেএন/৩১ অক্টোবর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us