জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকাররে বিশ্বাস করি না

ডেস্ক রিপোর্ট

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিশ্বাস করি না। দলীয় অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বৃহস্প‌তিবার (১০ নভেম্বর) রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

Islami Bank

আরও পড়ুন…আকিকা না করলে কি গুনাহ হয় ?

জাপা মহাসচিব ব‌লে‌ন, ১৯৯১ সালের পরে আওয়ামী লীগ ও বিএনপি গণতন্ত্রের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা ৩২ বছর দেশ পরিচালনা করেছে। কিন্তু কোনো সুশাসন দিতে পারেনি। দুটি দলই সব কিছু দলীয়করণ করেছে, সারা দেশে দুর্নীতি ও দুঃশাসন কায়েম করেছে।

one pherma

তিনি বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে তারা ৮৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। সরকারি দলের লোকেরা কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব ফকরুল আহসান শাহজাদা প্রমুখ।

ইবাংলা/জেএন/১০নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us