বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা নিহত হয়েছেন। মারা গেছেন। আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় শুক্রবার রাত ১০ টার দিকে এ সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
এতে আরও এক এনএসআই সদস্য আহত হয়েছেন। নিহত কর্মকর্তার নাম আল আমিন (৩৫)। তিনি এনএসআই বরগুনা কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন…ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ উদ্বোধন করলেন
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে কলাপাড়া থেকে বরগুনা যাচ্ছিলেন এনএসআই কর্মকর্তা আল আমিন ও মাঠকর্মী আবু তাহের।
তারা আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ান এলাকায় এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলির পেছনে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই নিহত হন এনএসআই কর্মকর্তা আল আমিন। এ সময় তার সঙ্গে থাকা মাঠকর্মী আবু তাহের গুরুতর আহত হন।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার তাদের পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কথা রয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইবাংলা/জেএন/১২নভেম্বর ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.