জবি মার্কেটিং বিভাগের ১২ ব্যাচের বিদায় অনুষ্ঠিত

জবি প্রতিনিধি

 

Islami Bank

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩ তম আবর্তন। রবিবার (১৩ই নভেম্বর,২০২২) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে তাদের বিবিএ কমপ্লিটেশন সেরিমনি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকগণও উপস্থিত ছিলন।

এসময় শিক্ষকমন্ডলী ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

one pherma

শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে “ব্যান্ডউইথ” ব্যান্ড গান পরিবেশন করেন। এছাড়া বিদায়ী এবং প্রথম বর্ষের শিক্ষার্থীরা গান, কবিতা, নাচ ও অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন আল আবির, রাসেদ আহমেদ, জুনায়েদ সামি, সোহেল রানা ও রিয়েল মল্লিক। ফটোগ্রাফিতে ‘চিত্রবাজি’ থেকে মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us