বরগুনায় পুলিশি বাঁধায় বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল পন্ড

গোলাম কিবরিয়া বরগুনা :

বরগুনায় পুলিশি বাঁধায় বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে। মঙ্গলবার সকাল এগার টায় জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাঁধা দিয়ে পন্ড করে দেয়। পরে সেখানে তারা এক প্রতিবাদ সমাবেশ করেছেন।

Islami Bank

বরগুনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এ জেড এম সালে ফারুকের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব তারিকুজ্জামন টিটু, যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ।

আরও পড়ুন…ইবির ৪৪তম দিবস উপলক্ষে জিয়া পরিষদ ও ছাত্রদলের আনন্দ র‍্যালি

one pherma

উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল হক হাওলাদার, জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দীন মোল্লা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আরিফ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

উল্লেখ যে, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার বরগুনা জেলা বিএনপি’র উদ্দ্যেগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারমপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ- সভাপতি মোঃ নয়ন মিয়া হত্যাকান্ডের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিলো।

ইবাংলা/জেএন/২২ নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us