বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ডেস্ক রিপোর্ট

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমানের মাসকটে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের সুপার টুয়েলভে কোয়ালিফাই করতে এই ম্যাচের গুরুত্ব অনেক।

Islami Bank

আরও পড়ুন

প্রস্তুতি ম্যাচগুলোতে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে না নামলেও আজ টাইগাররা মাঠে নামবে পুরো শক্তি নিয়েই। আইপিএলের ফাইনাল খেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরিপূর্ণ ফিট অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদও।

one pherma

দুদলের সম্ভাব্য একাদশ

স্কটল্যান্ড: জর্জ মুনসি, কাইল কোয়েতজার, ম্যাথিও ক্রস, রিচি বেরিংটন, কালাম ম্যাকলয়েড, ডিলান বুজ, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, সাফিয়ান শরিফ, জশ ডেভি ও আলাসদিয়ারি ইভানস।

বাংলাদেশ: সৌম্য সরকার,লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

Contact Us