নোয়াখালী জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে সাংবাদিক পুত্র শাওন

নোয়াখালী প্রতিনিধি

এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে নোয়াখালী জিলা স্কুল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে মারুফ হোসেন শাওন। সে নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, নিউজ২৪ চ্যানেল ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাংবাদিক আকবর হোসেন সোহাগ ও মিসেস শাহীন সোহাগের বড় ছেলে। সে এর আগে ৫ম ও ৮ম শ্রেণিতেও টালেন্ট পুলে বৃত্তি পেয়েছে।

Islami Bank

আরও পড়ুন…নোয়াখালীতে নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ

ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে মানুষের সেবা করতে আগ্রহী। সে শিক্ষক, অভিভাবক সহ সকলের নিকট দোয়া প্রার্থী। উল্লেখ্য নোয়াখালী জিলা স্কুল ও নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে চলতি বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে পরীক্ষার্থীরা। এর মধ্যে দুটি স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৪৫৩ জন। নোয়াখালী জিলা স্কুলে জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন এবং নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ২৩৪ জন।

one pherma

জিলা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০২ জন এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩০৪ জন। এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মীর হোসেন ও নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মেহেরুন নেছা সত্যতা স্বীকার করে বলেন, আমাদের স্কুলে শতভাগ পাশ করেছে।

ইবাংলা/জেএন/৩০নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us