ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নোমানী এবং সোহেল নির্বাচিত

ইবাংলা প্রতিবেদন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি পদে মোরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।বুধবার (৩০ নভেম্বর) নির্বাচনের ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল তাদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন…আরও উচ্চ মানের উন্মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গঠন করবে চীন

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি: দিপু সারোয়ার, যুগ্ম সম্পাদক: মঈনুল হাসান, সাংগঠনিক সম্পাদক: সাইফুল, অর্থ সম্পাদক: সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক: কাউসার আজম, নারী সম্পাদক: মরিয়ম মনি, প্রচার সম্পাদক: কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি: তোফাজ্জল হোসেন রুবেল, ক্রিড়া: মাহবুবুল আলম, সাংস্কৃতিক সম্পাদক: মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক: তানভীর আহমেদ। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন- মনির মিল্লাত, ইসমাইল হোসেন, মহসিন চৌধুরী, মোজাম্মেল হক তুহিন, কিরন শেখ, আলী ইব্রাহিম।

আজ সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে ২০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৪৩ জন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক দায়িত্ব পালন করেন।

ইবাংলা/জেএন/৩০নভেম্বর ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us