বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্তসহ প্রয়োজনীয় কাগজপত্র জমাদান প্রক্রিয়া শেষ হয়েছে। এতে সভাপতি পদে ৯৬টি এবং সাধারণ সম্পাদক পদে ১৫৭টি মনোনয়ন জমা পড়েছে। প্রতিটি মনোনয়নের মূল্য ছিল তিন হাজার টাকা।
শনিবার (৩ ডিসেম্বর) রাত নয়টায় বিষয়টি ইবাংলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগ ৩০তম জাতীয় সম্মেলন ২০২২-এর প্রধান নির্বাচন কমিশনার ও ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল করিম সুমন।
আগামী ৬ ডিসেম্বর, ২০২২ তারিখে অনুষ্ঠিব্য বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম সম্মেলনের জন্য ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ২৩, বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১০টা থেকে রাত আটটা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হয়।
মনোনয়ন জমার শেষ দিনে বাংলাদেশ ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসান উল্লাহ পিয়াল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি পদে মনোনয়ন জমা করেন। এহসান উল্লাহ পিয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে স্নাতকোত্তরে অধ্যয়নরত আছেন। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত আছেন। প্রথম বর্ষেই ২০১৩ সালের ৩১ জুলাই অমর একুশে হল ছাত্রলীগের সহ-সম্পাদক নির্বাচিত হোন।
বিভিন্ন সময়ে সামাজিক ও সাংস্কৃতি কর্মকান্ডে তিনি যুক্ত থাকেন। এছাড়া তিনি নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি।
এহসান উল্লাহ পিয়াল বলেন, শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন অসাম্প্রদায়িক এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, তথ্য ও প্রযুক্তি নির্ভর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে চাই।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.