কানাডার উদ্দেশে ক্যাম্প ছাড়লেন মুহিবুল্লাহর পরিবার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে হত্যাকাণ্ডের শিকার মুহিবুল্লাহর পরিবারের আরও ১০ স্বজন কানাডার উদ্দেশে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেছেন। সোমবার (৫ ডিসেম্বর) সকালে কুতুপালং ট্রানজিট ক্যাম্প ত্যাগ করেন তারা। এ নিয়ে তৃতীয় দফায় মুহিবুল্লাহর পরিবারের সদস্যরা কানাডা যাচ্ছেন।

Islami Bank

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের স্বজন রশিদ উল্লাহ ও মো. সেলিমের দুই পরিবারের ১০ সদস্য ক্যাম্প ছেড়েছেন। তবে কি কারণে তারা ক্যাম্প ছেড়েছেন সেটি আমার জানা নেই।

আরও পড়ুন…মধুপুরে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

one pherma

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তৃতীয় দফায় মুহিবুল্লাহর আরও কিছু স্বজন কানাডা যাচ্ছেন। তারা ক্যাম্প ত্যাগ করেছেন।মুহিবুল্লাহর ভাই হাবিব উল্লাহ বলেন, আমাদের পরিবারের আরও ১০ জন কানাডার উদ্দেশে ক্যাম্প ছেড়েছেন। তারা আগামীকাল (৬ ডিসেম্বর) ঢাকা বিমানবন্দর ত্যাগ করবেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হন। এরপর তার পরিবারের সদস্যদের ক্যাম্প থেকে সরিয়ে উখিয়া ট্রানজিট পয়েন্টে কঠোর নিরাপত্তায় রাখা হয়। একইসঙ্গে তাদের তৃতীয় কোনো দেশে পাঠানোর আলোচনা শুরু হয়। এরই অংশ হিসেবে তাদের কানাডায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়।

ইবাংলা/জেএন/৫ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us