সাকিব-মুশফিকের আউটকে টার্নিং পয়েন্ট বলছেন মাহমুদুল্লাহ রিয়াদ

ডেস্ক রিপোর্ট

সাকিব-মুশফিকের ব্যাটে শুরুর চাপ সামলে নিয়ে এগোচ্ছিল বাংলাদেশ দল। অহেতুক শট খেলে ফিরেছেন দু’জনই। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

Islami Bank

১৩ বলের ব্যবধানে দলের দুই অভিজ্ঞ ব্যাটারের ফেরাকেই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন বাংলাদেশ অধিনায়ক।

মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে আমরা ওরকম রান করতে পারিনি। আমরা চেয়েছিলাম যেন পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারি।

one pherma

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে ভালো একটা শুরু প্রয়োজন। পরে মুশফিক, সাকিব কিছুটা রিকভারি করেছিল। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা ভালো করতে পারিনি। উইকেট ভালো ছিল, কিন্তু আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’

‘হয়তো এমন ভাবনা ছিল, যদি স্পিনারদের অ্যাটাক করতে পারি, কিছু বড় ওভার যদি নিতে পারি তাহলে হয়তো রান রেটটা আমাদের নাগালের ভেতরেই থাকবে। কিন্তু মাঝখানে আমরা উইকেট হারিয়েছি। বড় রানের ওভারগুলো আমরা কালেক্ট করতে পারিনি। এই কারণে আমরা আস্তে আস্তে ম্যাচ থেকে বেরিয়ে গেছি।’

Contact Us