মির্জা ফখরুল-আব্বাসকে আটক করেছে : পুলিশ

ডেস্ক রিপোর্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

Islami Bank

আরও পড়ুন…আধুনিক ভাষা ইনস্টিটিউট, জবি ছাত্রলীগের নেতৃত্বে শুভ ও ইমরান

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ করতে বিএনপির দুই নেতাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ।

one pherma

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর তার স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘ডিবির চারজনের একটি দল বাসায় প্রবেশ করেছিল। বাকিরা নিচে ছিল। যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন জানতে চেয়েছিলাম ওনাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। ওরা বলেছে, দুই-তিনটা মামলা হয়েছে।’

ওদিকে, প্রায় একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

ইবাংলা/জেএন/৯ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us