প্রথমবারের মত বাংলাদেশ ছাত্রলীগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট(আই.এম.এল), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রদান করা হয়েছে। এতে প্রতিষ্ঠাকালীন সভাপতি হয়েছেন ১৪তম ব্যাচের এস.আর. শুভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ১৫তম ব্যাচের ইমরান মুক্তাদির।
গত বুধবার (৭ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস.এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে বিভাগ, অনুষদ, ইন্সটিটিউট ভিত্তিক কমিটি প্রদানের জন্য জীবন বৃত্তান্ত জমা নেয়ার ঘোষণা দেয়া হয়। ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জীবন বৃত্তান্ত নেয়ার পর পর্যালোচনা শেষে কমিটি প্রদান করা হয়েছে।
কমিটিতে ১৪তম ব্যাচের নেয়ামত উল্লাহ, মোশারফ হোসেন সুজন ও মোঃ মাকসুদুল হাসানকে সহ সভাপতি; মোঃ ফাহিম আখতার, শাওন শেখ, দিশা বৈরাগী ও সৌরভ আহমেদকে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রাখা হয়েছে।
নবনিযুক্ত সভাপতি এস.আর. শুভ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে এগিয়ে নিতে সর্বদা তৎপর থাকবো আমরা। এ সংগঠনকে ভালোবাসি এবং সংগঠনের হয়ে কাজ করতে চাই আজীবন। আধুনিক ভাষা ইন্সটিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সব সময় ডিপার্টমেন্ট এর সাধারণ শিক্ষার্থী দের কল্যাণে কাজ করে যাবে। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর আদর্শে আপোষহীন হয়ে, আধুনিক ভাষা ইন্সটিটিউট এর সকল শিক্ষার্থীরা এগিয়ে যাবে ছাত্রলীগের হাত ধরে।
সাধারণ সম্পাদক ইমরান মুক্তাদির বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নির্দেশ অনুসারে আমাদের এই সংগঠনকে আরোও সুসংগঠিত রেখে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.