পাঠান সিমোয় ‘বেশরম রং’ দীপিকার ফার্স্ট লুক

বিনোদন ডেস্ক

শাহরুখ খানের হাত ধরেই বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতে বাদশার সঙ্গে দীপিকার জুটিতে দেখেছে দর্শকরা। লম্বা বিরতির পর রুপালি পর্দায় ফিরছে এই জুটি।

Islami Bank

এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ দিয়ে ফের জুটি হচ্ছেন শাহরুখ-দীপিকা। আর সেই কেমিস্ট্রির প্রথম ঝলক দেখা যাবে ১২ ডিসেম্বর! হ্যাঁ, এই দিনই মুক্তি পাবে ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’। শুক্রবার সামনে এল এই ধামেকেদার খবর।

নতুন বছরের প্রথম মাসে মুক্তি পাবে ‘পাঠান’। এখন চলছে সিনেমার প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে ১২ ডিসেম্বর প্রকাশ পাবে সিনেমার গান ‘বেশরম রং’। সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানের পোস্টার শেয়ার করে শাহরুখ খান লেখেন, ‘সময় এসে গেছে “বেশরম রং”-এর।’

ছবি : সংগৃহীত
one pherma

বলিউডে নারীদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কাবলিউডে নারীদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা ‘বেশরম রং’-এ দীপিকার ফার্স্ট লুক এদিন সামনে এনেছে প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস।

ছবিতে সোনালি রঙা মনোকিনিতে মোহময়ী অবতারে ধরা দিলেন ‘পাঠান’-এর লিডিং লেডি। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন দীপিকা, তার চোখের চাউনি নেশা ধরাবে। পরিচালক সিদ্ধার্থ আনন্দও বলছেন, গানটি মুক্তির পর পার্টিতে পার্টিতে বাজবে ‘বেশরম রং’।

পরিচালক আগেই ঘোষণা দিয়েছিলেন, ডিসেম্বরে সিনেমার দুটি গান প্রকাশ করবেন। তার একটি ‘বেশরম রং’ আসছে সোমবারে। গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটিতে আমাদের প্রজন্মের সবচেয়ে বড় দুই তারকাকে উষ্ণ অবতারে দেখা যাবে।’ গানটির শুটিং হয়েছিল স্পেনে।

ইবাংলা /টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us