ঢাকার বিএনপির সমাবেশ ঘিরে বরগুনা-ঢাকা লঞ্চ চলাচল বন্ধ

গোলাম কিবরিয়া বরগুনা :

বিএনপির সমাবেশ ঘিরে বরগুনা-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ হয়ে করেছে মালিক সমিতি। অপরদিকে বরগুনা পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাসায় বাসায় গিয়ে অনৈতিক তল্লাশি চালাচ্ছেন। এ অভিযানে তারা রাতে বরগুনা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হাসানকে আটক করেছে।

লঞ্চকর্তৃপক্ষ জানান, ১০ তারিখ সমাবেশ শেষ হওয়ার পর সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকার দিকে বাস চলাচল শুরু হবে। তবে বরগুনা জেলার সদর, বামনা,পাথরঘাটা,বেতাগী,আমতলী ও তালতলী বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন তারা আগেই ঢাকা চলে এসেছেন।

আরও পড়ুন…পাঠান সিমোয় ‘বেশরম রং’ দীপিকার ফার্স্ট লুক

বামনা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বরগুনা-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশি মিজানুর রহমান খান জাকির বলেন,এই মুহূর্তে আমরা নেতা-কর্মীদের নিয়ে ঢাকায় অবস্থান করছি। আমাদের জেলাসহ বিভিন্ন উপজেলা ও অন্যান্য ইউনিট থেকে প্রায় সাড়ে ৪ হাজার নেতা-কর্মী ঢাকায় অবস্থান হয়েছে।

এ বিষয়ে এমকে শিপিং লাইন্সের বরগুনা ঘাটের পরিদর্শক এনায়েত হোসেন বলেন, বরগুনা থেকে ঢাকায় বৃহস্পতিবার লঞ্চ ছেড়ে যায়নি। আসলে যাত্রী সংকট ও ঢাকায় বিএনপির সমাবেশকে ঘিরে উত্তেজনার কারণে ঢাকায় লঞ্চ যাচ্ছে না। এ কারণেই আমরা লঞ্চ বন্ধ রেখেছি। তবে লঞ্চ মালিক সমিতি বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত দেয়নি। বরগুনা থেকে ঢাকায় বন্ধ থাকলেও ঢাকা থেকে লঞ্চ আসছে।

ইবাংলা/জেএন/৯ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us