মধুপুুরে আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

১০ ডিসেম্বর শুক্রবার বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলা আওয়ামীলীগ। ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৫টায় মধুপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহা সড়কের কল্লোল সিনেমা হয়ে সাথী রোড প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

Islami Bank

আরও পড়ুন…ঢাকার বিএনপির সমাবেশ ঘিরে বরগুনা-ঢাকা লঞ্চ চলাচল বন্ধ,আটক-২

প্রতিবাদ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ ছরোয়ার আলম খান আবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খ. শফি উদ্দিন মনি।

one pherma

সহ-সভাপতি ইয়াকুব আলী, খ. আব্দুল গফুর মন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাদিকুল ইসলাম সাদিক, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামছুল আরেফিন শরীফ।

উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক খ. আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফরহাদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান খান মিথুন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সজীবসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএন/৯ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us