ব্রাজিলকে জয়ের পথ দেখালেন নেইমার

ক্রীড়াঙ্গন ডেস্ক

চলতি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় দুই দলের কেউই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সময় যতই এগিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল টাইব্রেকারে গড়াবে ম্যাচের ভাগ্য। কিন্তু ব্রাজিল দলের ত্রাতা হয়ে আসলেন নেইমার জুনিয়র। তার দুর্দান্ত এক গোলে দলকে জয়ের পথ দেখালেন এই তারকা।

Islami Bank

এই গোলের সঙ্গে স্বদেশি কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেললেন বর্তমান সময়ের ব্রাজিল দলের সেনসেশন নেইমার। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল ছিল ৭৬টি। ফলে পেলেকে ছুঁতে তার গোলের দরকার ছিল ১টি। অতিরিক্ত সময়ে প্রথমার্ধের শেষ সময়ে জালের দেখা পেয়ে যান এই তারকা। ফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে গেল তিতের দল।

one pherma

ইবাংলা/জেএন/৯ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us