স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়ায় প্রধান শিক্ষিকার আত্মহত্যা

জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া হওয়ার পর অভিমানে জেওন আফরোজ কনিকা (৪০) নামে এক প্রধান শিক্ষিকা আত্মহত্যা করেছেন। সোমবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে শহরের পুরান বগুড়া মোল্লাপাড়ার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। জেওন আফরোজ কনিকা সদর উপজেলার কৈচড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সিরাজুল ইসলামের স্ত্রী।

Islami Bank

আরও পড়ুন…রামু-নাইক্ষ্যংছড়ি-সড়ক ও সেতুর সংস্কারের দাবি

পুলিশ জানায়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

one pherma

বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রুবেল সরকার জানান, স্কুলশিক্ষিকা জেওন আফরোজের স্বামী সিরাজুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে যশোরে কর্মরত আছেন। সোমবার সকাল ৯টার দিকে স্বামী সিরাজুলের সঙ্গে ওই স্কুলশিক্ষিকার মুঠোফোনে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি অভিমানে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, স্কুলশিক্ষিকা ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। তবে এর সঠিক কারণ আমরা এখনো জানতে পারিনি।

ইবাংলা/জেএন/১২ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us