ইরানে বিক্ষোভে অংশগ্রহণের ৪০০ জন্য কারাদন্ডে

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের আদালত চলমান হিজাব বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের জন্য কমপক্ষে ৪০০ জনকে কারাগারে সাজা দিয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানী তেহরানের একটি আদালত এ রায় দেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ১৬০ জনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকিদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জরিমানা করা হয়েছে অন্তত ৭০ জনকে।

Islami Bank

আরও পড়ুন…ইবিতে শোকবহ শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

এর আগে দেশটিতে হিজাব বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় এক সপ্তাহের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিক্ষোভে অংশ নেওয়ায় মোহসেন শেখারি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। একজন নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করে আহত করার এবং তেহরানের রাস্তা অবরোধ করে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

one pherma

এছাড়া, সোমবার (১২ ডিসেম্বর) দ্বিতীয় প্রতিবাদকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম মিজান নিউজের বরাত দিয়ে রয়টার্স জানায়, নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হত্যার দায়ে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়।

হিজাব ইস্যুতে পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর গত সেপ্টেম্বরে দেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ মাসের শুরুর দিকে সতর্কতা দিয়ে জানায়, বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ইরানে অন্তত ২৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। তারা আশঙ্কা করছে, গণঅভ্যুত্থানের অবসান ঘটাতে কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডকে রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে ।

ইবাংলা/জেএন/১৪ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us