শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটির সদস্যরা।

Islami Bank

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমানুল সোহান, দপ্তর সম্পাদক তাজমুল হক জায়িম, প্রচার সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ ও কার্যনির্বাহী সদস্য ইমরান মাহমুদ। এছাড়া সংগঠনটির সদস্য মোর্শেদ মামুন, নিয়ামতুল্লাহ মুনিম ও জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন…নোয়াখালীতে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

one pherma

পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, আবাসিক হলসমূহ, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইবাংলা/জেএন/১৪ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us