নোয়াখালীতে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ লাইন্সের নোয়াখালী শহীদ কনস্টেবল মনিরুল হক হলে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

Islami Bank

আরও পড়ুন…পার্টির দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি (পিটিসি নোয়াখালী কমান্ড্যান্ট) এস এম রোকন উদ্দিন।।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা সিআইডি পুলিশ সুপার বশির আহমেদ, নোয়াখালী জেলা পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী প্রমূখ।

one pherma

এ সময় জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবধর্ধনার উপহার তুলে দেন। অনুষ্ঠানে ৩০ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া

ইবাংলা/জেএন/১৪ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us