ঘন কুয়াশার কবলে পদ্মা সেতুতে তিনটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক কিশোরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় আহত কিশোর বাশারকে (১৬) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সেতুর জাজিরা প্রান্তের ১৯ নম্বর পিলারের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন…করোনা টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর শুরু
এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস, মেঘনা ট্রাভেলস ও শরীয়তপুর পরিবহনের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার পর বাসগুলোতে থাকা অন্য যাত্রীরা নেমে নিজেদের মতো করে গন্তব্যে চলে যান।
পদ্মা সেতুর সেফটি এন্ড সিকিউরিটির দায়িত্বে থাকা আরিফুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে বাসগুলো ধীরে চলছিলো। এ সময় জাজিরামুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে মেঘনা ট্রাভেলস পেছন থেকে ধাক্কা দিলে মেঘনা ট্রাভেলসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একই সময়ে পেছনে থাকা শরীয়তপুর পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ না রাখতে পেরে মেঘনা ট্রাভেলসের পেছনে ধাক্কা দিলে শরীয়তপুর পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ধরে জাজিরামুখী একলেনে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনার শিকার গাড়িগুলো রেকার দিয়ে সরিয়ে নেয় মাওয়া ট্রাফিক পুলিশ। এরপর এই দেন দিয়ে আবার যান চলাচল শুরু হয়।
ইবাংলা/জেএন/১৫ ডিসেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.