আবারও বড় পর্দায় জিতের সাথে মিম

বিনোদন ডেস্ক

সময়টা এখন দারুণ কাটছে ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। তার অভিনীত সিনেমা ‘পরাণ’ ব্যবসা সফলের পাশাপাশি এখনো সিনেমা হলগুলোতে ধরে রেখেছে নিজের জায়গা।

Islami Bank

নির্মাতা সঞ্জয় সমদ্দার নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা। নাম ‘মানুষ’। এর গল্পও লিখেছেন নির্মাতা নিজেই। আগেই জানা গিয়েছিল ছবির নায়ক কলকাতার জিৎ। এবার জানা গেল, এ ছবিতে জিতের বিপরীতে থাকবেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। আজ বুধবার (১৪ ডিসেম্বর) মিম তার ফেসবুকে জিতের সঙ্গে ছবি প্রকাশ করে এ তথ্যই জানালেন।

আরও পড়ুন…ঘন কুয়াশায় পদ্মা সেতুতে ৩ বাসের সংঘরর্ষে, আহত ৫

one pherma

এর আগে গেল সপ্তাহে নায়ক মিমের জন্মদিনে নায়কের সঙ্গে ছবি প্রকাশ করে চমকে দেন সঞ্জয় সমাদ্দার। এদিন অভিনেতার নিজস্ব প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ফেইসবুক পেইজে নতুন সিনেমার ফার্স্ট লুক শেয়ার করা হয়। এ ছবি করা প্রসঙ্গে সঞ্জয় বলেন, ‘অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা হবে ‘মানুষ’। জিৎ এবং মিমকে নিয়ে আমার এ যাত্রা শুরু হচ্ছে।

আশা করছি জনপ্রিয় এই যাত্রা সাফল্যের এবং আনন্দের হবে।’এর আগে মিমকে ‘সুলতান’ নামের এক ছবিতে জিতের বিপরীতে দেখা গিয়েছিল।সময়টা এখন দারুণ কাটছে ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের। তার অভিনীত সিনেমা ‘পরাণ’ ব্যবসা সফলের পাশাপাশি এখনো সিনেমা হলগুলোতে ধরে রেখেছে নিজের জায়গা।

ইবাংলা/জেএন/১৫ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us