দ্বারপ্রান্তে কড়া নাড়ছে ইবির শিক্ষক সমিতি নির্বাচন

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হবে আগামী ১৮ই ডিসেম্বর। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) শিক্ষক সমিতির নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে।

Islami Bank

আরও পড়ুন…তাইওয়ানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এ নির্বাচনে অংশেগ্রহণ করবেন শাপলা ফোরাম প্যানেল, সবুজ প্যানেল, সাদাদল প্যানেল সহ পৃথকভাবে ১ জন সভাপতি, ২ জন সাধারণ সম্পাদক ও ৫ জন সদস্য।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হয়। পরবর্তীতে ১০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয় এবং পরক্ষণে এ পত্রগুলো বাছাই করে ১৫টি পদের ৩টি পূর্ণাঙ্গ প্যানেল ও স্বতন্ত্রভাবে মনোনীত চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

one pherma

রিটার্নিং অফিসার অধ্যাপক মিজানুর রহমান বলেন, আসলে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কাগজে-কলমে একটি অরাজনৈতিক সংগঠন, তারপরও আদর্শগত কারণে কিছু মানুষ একত্রিত হয়ে প্যানেল সাবমিট করেন।

সেই হিসাব করলে এবার পূর্ণাঙ্গ তিনটা প্যানেল এবং একজন স্বতন্ত্রভাবে প্রার্থী আছেন। এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।

ইবাংলা/জেএন/১৫ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us