তাইওয়ানের পূর্ব উপকূলে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেঁপে ওঠে রাজধানী তাইপে । রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। এরপর আরো কয়েক দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তাইওয়ানের আবহাওয়া ব্যুরো বরাত দিয়ে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
আরও পড়ুন…আবারও বড় পর্দায় জিতের সাথে মিম
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুপুরের পরপরই ভূমিকম্পটি আঘাত হানে, হুয়ালিয়েন কাউন্টির উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৬ কিমি নিচে।এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং এর উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার নিচে। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।
আবহাওয়া ব্যুরো ভূকম্পন কেন্দ্রের প্রধান চেন কুউ-চেং সাংবাদিকদের বলেন, ‘এ ভূমিকম্পের আঘাতে পুরো তাইওয়ান কেঁপে উঠে কারণ এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের একেবারে স্বল্প গভীরে।
‘দেশটিতে এ পর্যন্ত আট বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আগামী তিনদিন আরো অনেকবার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আমরা ধারণা করছি।’ তাইপেতে থাকা এএফপি’র এক সাংবাদিক জানান, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর তীব্রতা এ বছর আগের আঘাত হানা ভূমিকম্প গুলোর চেয়ে কম ছিল।
ইবাংলা/জেএন/১৫ ডিসেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.