চীনে হাসপাতালগুলো রোগীতে ভরে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, চীনে কোভিড-১৯ এর নতুন একটি ঢেউয়ের আঘাত নিয়ে উদ্বেগের মধ্যেই দেশটির হাসপাতালগুলো রোগীতে ভরে যাচ্ছে বলে মনে হচ্ছে। ডব্লিউএইচও’র কর্মকর্তা ডা: মাইকেল রায়ান বলেছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলো (আইসিইউ) ব্যস্ত যদিও চীনের কর্মকর্তারা রোগীর সংখ্যা ‘তুলনামূলকভাবে কম’ বলে দাবি করছেন। বিবিসি।

Islami Bank

আরও পড়ুন…ব্যাংক কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রার লেনদেন বেড়েছে ১৬১ শতাংশ

চীনের পরিসংখ্যানগুলোতে বুধবার (২১ ডিসেম্বর) কোভিডে কেউ মারা যায়নি বলে দেখাচ্ছে কিন্তু দেশটিতে রোগটির প্রকৃত প্রভাব নিয়ে সন্দেহ রয়েই গেছে। সম্প্রতি কোভিডের নতুন ঢেউ শুরু হওয়ার পর বেইজিং ও অন্যান্য শহরের হাসপাতালগুলো রোগীতে ভরে যাচ্ছে।

২০২০ সাল থেকে চীন তাদের জিরো কোভিড নীতি অনুযায়ী কঠোর বিধিনিষেধ জারি করে এসেছে। কিন্তু কঠোর ঐ নিয়ন্ত্রণের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের পর দেশটির সরকার দুই সপ্তাহ আগে অধিকাংশ বিধিনিষেধই তুলে নিয়েছে। এরপর থেকে রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। এতে বয়স্কদের মধ্যে উচ্চ মৃত্যুর হারের আশঙ্কাও বাড়তে শুরু করে।

one pherma

রোগীর এই বৃদ্ধি সত্ত্বেও সরকারি পরিসংখ্যানগুলোতে মঙ্গলবার (২০ ডিসেম্বর) মাত্র পাঁচ জনের ও সোমবার (১৯ ডিসেম্বর) দুইজনের মৃত্যু হয়েছে বলে দেখানো হয়। এসব দেখে ডব্লিউএইচও এর জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান ডা. রায়ান করোনা ভাইরাসের সাম্প্রতিক বিস্তারের বিষয়ে চীনকে আরও তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন…বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল কে শ্রেষ্ঠ জেলা মধুপুর কে শ্রেষ্ঠ উপজেলা করতে চাই

তিনি বলেছেন, ‘চীনে আইসিইউতে তুলনামূলকভাবে কমসংখ্যক রোগী আছে বলে প্রতিবেদন দেওয়া হয়েছে, কিন্তু ব্যক্তি পর্যায় থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, তাতে আইসিইউ ভরে গেছে বলে মনে হচ্ছে। আমরা অনেক দিন ধরেই বলে আসছি, এই অত্যন্ত সংক্রামক ভাইরাসটিকে শুধু জনস্বাস্থ্য ও সামাজিক পদক্ষেপ গ্রহণ করে পুরোপুরি থামানো সবসময়ই অত্যন্ত কঠিন।’

ইবাংলা/জেএন/২৩ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us