‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর লোগো এবং মাসকট উন্মোচন হয়েছে। শুক্রবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ লোগো উন্মোচন করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন…সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করলেন শেখ হাসিনা
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, সাথে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এ আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন দেশের অন্যতম ক্রীড়া সংগঠক ও তারুণ্যের প্রতীক।
তাঁর যৌবন দীপ্ত ক্রীড়াশৈলী দেশের তরুণদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এ প্রজন্মের তরুণরাও খেলাধুলার বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা ও ক্রীড়াশৈলী প্রদর্শন করে আগামীতে হয়ে উঠবে অনন্য সাধারণ ক্রীড়াবিদ। এ কারণেই শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর লোগোতে রয়েছে তারুণ্যের প্রতীক শেখ কামালের প্রতিকৃতি এবং মাসকটে ব্যবহার করা হয়েছে বাবুই পাখী, যা প্রাণ চঞ্চলতার প্রতীক এবং শত প্রতিকূলতার মাঝেও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়।
“শেখ কামাল যুব গেমস’ এর মূল লক্ষ্য হল দেশব্যাপী উদীয়মান তরুণ-তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তিকে সমুন্নত করা।
উল্লেখ্য, গত বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শেখ কামাল যুব গেমস-২০২৩ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চেয়ারম্যান আ.হ.ম মোস্তফা কামাল এবং কো-চেয়ারম্যান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সম্মানিত সেনাবাহিনী প্রধানের সহধর্মিণী নুরজাহান আহমেদ, চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান সস্ত্রীক এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম সস্ত্রীক উপস্থিত ছিলেন।
আরও পড়ুন…হোটেলে- ঠাঁই নেই, রাস্তায় পর্যটকরা
লোগো এবং মাসকট উন্মোচনের আমন্ত্রিত অথিতিদের সম্মানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং থিম সং বাজিয়ে শোনানো হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ২ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বে আন্তঃউপজেলা, ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বে আন্তঃজেলা এবং ২৬ ফেব্রুয়ারি হতে ৪ মার্চ পর্যন্ত জাতীয় পর্যায়ে এই গেমস অনুষ্ঠিত হবে।
ইবাংলা/জেএন/২৪ডিসেম্বর, ২০২২
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.