‘শান্তনু শুধু আমার প্রেমিক না’ নিজের জীবন দিয়ে বুঝি

বিনোদন ডেস্ক

নতুন বছরে মুক্তি পাবে অভিনেত্রী শ্রুতি হাসানের বহুল প্রতীক্ষিত ‘সালার’ সিনেমাটি। এতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে।

Islami Bank

পাশাপাশি ক’দিন আগেই শেষ করেছেন ‘দ্য আই’ শিরোনামের একটি হলিউড সিনেমার কাজ। সব মিলিয়ে বেশ গুছিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছেন তিনি। আর জীবনের এমন পরিবর্তন নিজের প্রেমিকের কারণে হয়েছে বলে সম্প্রতি গণমাধ্যমে জানান এই অভিনেত্রী।

আরও পড়ুন…প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন ইয়েস উই ক্যান: সেতুমন্ত্রী

অন্যান্য তারকার মতো নিজেদের প্রেমের বিষয়টি প্রায় ৩ বছর লুকিয়ে রাখলেও কিছুদিন প্রকাশে এনেছেন শ্রুতি। এবার গাইলেন নিজের প্রেমিকের গুণগান।

one pherma

ভারতীয় গণমাধ্যে শ্রুতি বলেন, ‘শান্তনু শুধু আমার প্রেমিক না, সবচেয়ে ভালো বন্ধু। ভালো মানুষের সংস্পর্শে ইতিবাচক বদল আসে শুনেছিলাম। এখন নিজের জীবন দিয়ে বুঝি। সত্যি বলতে আগে অসহিষ্ণু ছিলাম।

কিন্তু শান্তনুর জন্যই আমি এত শান্ত আর দয়ালু হয়ে উঠেছি। ও খুবই দয়ালু, শান্ত এবং চিন্তাশীল। ওকে অনুসরণ করে নিজেকে সংশোধন করার চেষ্টা করছি প্রতিনিয়ত। যে কারণে হয়তো সামনে দিনগুলো আরও রঙিন হতে যাচ্ছে। ক্যারিয়ারেও ইতিবাচক পরিবর্তন আসছে।’

ইবাংলা/জেএন/২৮ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us