প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পৌঁছালো মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রো রেলেপরে প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিন। সঙ্গীদের নিয়ে মেট্রোযাত্রা সম্পন্ন করলেন তিনি। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা থেকে টিকিট কেটে মেট্রোরেলের যাত্রা শুরু হয়। এরপর অল্প সময়েই আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দেয়।

Islami Bank

আরও পড়ুন…‘শান্তনু শুধু আমার প্রেমিক না’ নিজের জীবন দিয়ে বুঝি

মন্ত্রী, সচিব, জাইকা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের নিয়ে প্রথম মেট্রোযাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের ১০ সদস্য এবং মেট্রোরেলে প্রথম এ যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে আছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শিক্ষক, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য, শ্রমিক, শিশু ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।

one pherma

এর আগে, বেলা ১টা ৩৩ মিনিটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলের টিকিট কাটেন শেখ হাসিনা। ১ নম্বর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন তিনি। পরে তার ছোট বোন শেখ রেহানাও টিকিট কাটেন। ১টা ৩৭ মিনিটে কার্ড পাঞ্চ করেন প্রধানমন্ত্রী। চলন্ত সিঁড়িতে চড়ে প্ল্যাটফর্মে যান।

এর আগে, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এরপরেই মঞ্চের সামনে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় শেষে সুধী সমাবেশে যুক্ত হন।

ইবাংলা/জেএন/২৮ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us