নড়াইলে আওয়ামীলীগের আনন্দ মিছিল

রিন্টু মুন্সী, নড়াইল প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা এবং কমিটিতে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজাকে যুব ও ক্রীড়া সম্পাদক করায় নড়াইলে আনন্দ মিছিল হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর হতে র‌্যালি শুরু হয়ে শহরের রূপগঞ্জ গিয়ে শেষ হয়।

Islami Bank

আরও পড়ুন…প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পৌঁছালো মেট্রোরেল

র‌্যালি শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোটে সুবাস চন্দ্র বোস’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন,সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল,জেলা আ’লীগ নেতা সিকদার জাহাঙ্গীর কবির।

one pherma

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল,সাধারণ সম্পাদক এসএম পলাশ,কৃষক লীগের সভাপতি মাহাবুবুর রহমান,মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন মোল্যা, গাউসুল আজম মাসুম, মোঃ মাহফুজুর রহমান মাফুজ, যুবলীগ নেতা এ্যাডভোকেট শরিফুল ইসলাম নান্তু।

জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইয়া,সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল প্রমুখ। বক্তারা আগামীতে নড়াইলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে আরোও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানানোর পাশাপাশি নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজাকে যুব ও ক্রীড়া সম্পাদক করায় দলীয় সভাপতি দেশনেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

ইবাংলা/জেএন/২৮ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us