মেসির জোড়া গোলে উজ্জ্বল পিএসজি

ডেস্ক রিপোর্ট

গোল খরা কেটেছে আগের ম্যাচেই। এবার গোলের পালা। এমনটিই যেন বুঝাতে চাইলেন লিওনেল মেসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির হয়ে দেখালেন তার কসরত। দল যেখানে হারের শঙ্কায় সেখানে মেসি দেখালেন পথ। করলেন জোড়া গোল। লাইপজিগের বিরুদ্ধে পিএসজি পেল ৩-২ গোলের রোমাঞ্চকর জয়।

Islami Bank

পিএসজির হয়ে অপর গোলটি কিলিয়ান এমবাপ্পের। শুরুটা করেছিলেন তিনিই ম্যাচের ৯ মিনিটে। ইউলিয়ান ড্রাক্সলারে পাসে এক ঝটকায় সামনের প্রতিপক্ষকে এলোমেলো করে দিয়ে নিচু শটে গোলটি করেন এমবাপ্পে। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি।

one pherma

২৮ মিনিটে ম্যাচে সমতা আনে লাইপজিগ। গোলটি করেন আন্দ্রে সিলভা। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলেছে লাইপজিগ। ৫৭ মিনিটে এগিয়েই যায় তারা। আনহেলিনোর ক্রসে দারুণ ভলিতে গোলটি করেন নর্দি মুকিয়েলে।

৬৭ মিনিটে মেসি ঝলক। করেন গোল। ম্যাচ সমতায় আসে ২-২ ব্যবধানে। এমবাপের কাটব্যাকে প্রথম ছোঁয়ায় মেসির নেওয়া শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসছিল। ছুটে গিয়ে টোকায় বাকি কাজ সারেন আর্জেন্টাইন তারকা। ৭৪ মিনিটে পেনাল্টিতে দলকে লিড এনে দেন মেসিই। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা এমবাপে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

শেষ দিকে কয়েকটি আক্রমণ করেও পারেনি লাইপজিগ। রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে মেসিরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।

Contact Us