টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিতে আজ পাপুয়া নিউগিনির চ্যালেঞ্জ নিচ্ছে বাংলাদেশ। বড় জয়ে সব সমীকরণ মেলাতে চাইছে টাইগাররা। তবে রানরেটের হিসাব নিকাশ জানাচ্ছে, মাত্র ৩ রানের জয়ই নিশ্চিত করবে সুপার টুয়েলভ। আর বড় জয় এলে আর স্কটল্যান্ড হারলে গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকেল চারটায় বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস বাংলাদেশ-পাপুয়া নিউগিনির ম্যাচটি দেখাবে।
জয় এসেছে দলে মধ্যে স্বস্তি ফিরেছে। তাইতো টানা খেলার ধকল থেকে মুক্তি পেতে অনুশীলন করেনি বাংলাদেশ দল। মাঠে আসেননি কোন ক্রিকেটার। হোটেলেই সময় কাটিয়েছেন সাকিব-মুস্তাফিজেরা।
প্রথমবার বিশ্বকাপ মঞ্চে এসেছে পাপুয়া নিউ গিনি। ক্রিকেট ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশের সামনে নবাগতদের চ্যালেঞ্জ কঠিন হওয়ার কথা নয়। তবে চূড়ান্ত পর্বে ওঠার, আটকে আছে নানা সমীকরণে। রানরেট মাথায় রাখতে হবে। বড় ব্যবধানে জয় দিয়ে কাজ সেড়ে রাখতে হবে বাংলাদেশকে। রানরেট বিবেচনায় বাংলাদেশ যে রয়েছে টেবিলের তিনে।
বাংলাদশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানিয়েছেন, আমরা ওদেরকে খাটো করে দেখছি না। ওরা বিশ্বকাপ খেলতে পেরে বেশ উচ্ছ্বসিত- জয়ের জন্যই মাঠে নামবে। আমাদের জন্য কঠিন এক ম্যাচ হতে যাচ্ছে। তবে আমরাও প্রস্তুতি সেরেছি।
পাওয়া নিউ গিনির হারানোর কিছু নেই। বাছাইপর্ব খেলছে, এটায় তো ওদের বড় সাফল্য। দুই ম্যাচ হেরে বিদায়ও নিশ্চিত হয়েছে। তবে স্কটল্যান্ডের মতো ম্যাচের আগের দিন হুঙ্কার দিয়েছে দলটি। বলে দিয়েছে বাংলাদেশকে হারাতে নামবে মাঠে।
পাপুয়া নিউ গিনির ব্যাটসম্যান চালর্স আমিনি আগেই জানিয়ে দিয়েছেন, আমরা হয়ত প্রথম দুই ম্যাচ হেরেছি কিন্তু এখনও আমাদের হাতে একটি সুযোগ আছে। স্কটল্যান্ড যদি অঘটন ঘটাতে পারে আমরাও বাংলাদেশকে হারিয়ে অঘটন ঘটাতে পারি।
ওপেনিংয়ে লিটনের ব্যর্থতা মাথা ব্যথার অন্যতম কারণ। অপশন না থাকায় টিকে যাবেন। তবে বোলিং অ্যাটকে একটা পরিবর্তন আসতে পারে। বিশ্রামহীন উইকেটের কথা মাথায় রেখে একাদশে থাকতে