নড়াইলে নৌকাডুবিতে মা-ছেলের মৃত্যু নিখোজ ৪ জন

রিন্টু মুন্সী , নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নাজমা বেগম (২৫) ও তার শিশু ছেলে তাছিম শেখ। এছাড়া আরও ৪ জন নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে নবগঙ্গা নদীর বাহিরডাঙ্গা খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন…মানুষের গন্তব্য এখন সাও পাওলো

স্থানীয়রা জানান, নড়াইলের কালিয়া পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার নবগঙ্গা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন অপরপাড়ে পার বাহিরডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। কিছুদূর গেলে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে দু’জনের মৃত্যু হয়। ৪ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এছাড়াও পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে রয়েছেন।

one pherma

কালিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল হান্নান বলেন, নৌকাটিতে ১৮ থেকে ২০ জনের মত লোক ছিলেন। এর মধ্যে শিশুসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন সাঁতরে তীরে উঠলেও ৪ জন নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

ইবাংলা/জেএন/৩১ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us