শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি

শরীয়তপুর ও চাঁদপুর নৌরুটে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়।

Islami Bank

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

one pherma

এ সময় ১৪টি ট্রাক নিয়ে পদ্মা নদীতে কামেনি ও কুমারী নামের দুটি ফেরি নোঙর করে রাখা হয়। সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে জানান তিনি।

ইবাংলা/জেএন/৩১ ডিসেম্বর, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us