স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে মেয়র তাপসের শোক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২ জানুয়ারি) এক শোকবার্তায় মেয়র শেখ তাপস বলেন, সুপরিকল্পিত নগরায়নে বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে স্থপতি মোবাশ্বের হোসেন অনবদ্য ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন…বসন্তের আগমনী দিয়ে বিদেশি শ্রোতাদের নববর্ষের শুভেচ্ছায় সিএমজি’র মহাপরিচালক

শোকবার্তায় তিনি আরও বলেন, স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশের স্থাপত্য শিল্পের পথিকৃৎ ছিলেন এবং তিনি অভিভাবকের ন্যায় স্থপতিদেরকে সবসময় সকল ঝড়-ঝঞ্ঝা থেকে আগলে রাখতেন। তিনি আমাদের জাতীয় সম্পদ ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। নিজ কর্মের মাঝে তিনি আমাদের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন।

শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত মোবাশ্বের হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ইবাংলা/জেএন/২ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us