বিতর্ক থামাতে ‘পাঠান’ থেকে দীপিকার আপত্তিকর দৃশ্য বাদ!

বিনোদন ডেস্ক

বলিউড তারকা শাহরুখ-দীপিকার সিনেমা ‘পাঠান’ মুক্তির অপেক্ষায়। মুক্তির আগেই সিনেমাটির ‘বেশরম রং’ গানটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এ গানের দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা।

এ রাজ্যের বিধানসভার স্পিকারও শাহরুখকে চ্যালেঞ্জ ছুড়েছেন।‘পাঠানের বেশরম রং’ গানে সোনালি বিকিনিতে যে সাইড পোজ ছিল তা বাদ দেওয়া হয়েছে। তবে গেরুয়া বিকিনি নিয়ে কী সিদ্ধান্ত এসেছে তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন…কিছু দেশ মহামারী প্রতিরোধ নিয়ে অপরাজনীতি করছে

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, দীপিকার ‘সাইড পোজ (অর্ধনগ্ন)’ ছাড়াও ‘বাহুত তং কিয়া’র সময় অভিনেত্রীর নিতম্বের ক্লোজ আপ শট এবং সংবেদনশীল নৃত্যের দৃশ্যগুলো সরানো হয়েছে বা ছেটে ফেলা হয়েছে এবং ‘উপযুক্ত শট’ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। তবে, এটা স্পষ্ট নয় যে কমলা বিকিনির শটগুলো, যা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তা রাখা হয়েছে কি না গানটিতে।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর আগে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’-এ বেশ কয়েকটি পরিবর্তন পরামর্শ দিয়েছিলো। মিডিয়াতে পাঠানো একটি অফিসিয়াল বিবৃতিতেতে সিবিএফসি চেয়ারপার্সন প্রসূন যোশি বলেছিলেন, ‘পাঠান সিবিএফসি নির্দেশিকা অনুসারে যথাযথ এবং পরীক্ষামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে।

কমিটি গান-সহ চলচ্চিত্রে কতগুলো পরিবর্তন করার নির্দেশ দিয়েছে এবং প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সংশোধিত সংস্করণ জমা দিতে হবে নির্মাতাদের। CBFC সর্বদা সৃজনশীল অভিব্যক্তি এবং দর্শকদের সংবেদনশীলতার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বাস করে যে, আমরা সবসময় সকল স্টেকহোল্ডারদের মধ্যে অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পেতে পারি।’

সিবিএফসি-র পক্ষ থেকে আরও জানানো হয়, ‘যতদূর পোশাকের রং সম্পর্কিত বিষয়, কমিটি নিরপেক্ষ রয়ে গেছে। যখন ছবিটি আসবে তখন এই ভারসাম্যপূর্ণ পদ্ধতি সকলের কাছে পরিষ্কার প্রতিফলন হবে।’

আরও পড়ুন…ডেঙ্গু মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে

এদিকে গুজরটের আহমেদাবাদের এক মলে থাকা পাঠান-এর পোস্টার ভাঙচুর চালাল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা ঢুকে পড়ে আহমেদাবাদের বস্ত্রাপুর এলাকায় অবস্থিত একটি মলে। সেখানে থাকা মাল্টিপ্লেক্সে পাঠান-এর পোস্টার ও হোর্ডিং উপড়ে ফেলে।বিক্ষোভকারীরা ক্রমাগত জয় শ্রী রাম স্লোগান দিচ্ছিল। এক বিক্ষোভকারীর হাতে একটি গদাও দেখা যায়।

ইবাংলা/জেএন/৫ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us