বহিস্কৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-ঝালকাঠী মহাসড়কের পাশে ঝালকাঠীর রায়পুর এলাকায় সাবেক মেয়র ও সাবেক এমপি এবং মহানগর আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি শওকত হোসেন হিরনের লিজ নেয়া দেড় একর জমির অর্ধশতাধিক বনজ গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের এক বহিষ্কৃত নেতার বিরুদ্ধে।

৩ জানুয়ারি গভীর রাত থেকে ৪ জানুয়ারি মধ্য রাত পর্যন্ত ৫৭টি গাঠ কেটে সরিয়ে ফেলেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত নেতা সোলায়মান বাপ্পীর বিরুদ্ধে থানা পুলিশে অভিযোগ করেছেন শওকত হোসেন হিরনের সহধর্মীনি ও সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ।

আরও পড়ুন…বিতর্ক থামাতে ‘পাঠান’ থেকে দীপিকার আপত্তিকর দৃশ্য বাদ!

রায়পুর এলাকায় সাবেক মেয়র হিরনের সম্পদ দেখভালের দায়িত্বে থাকা নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা নাজমুর রহমান বাদল জানান, বনায়ন করার জন্য ১৯৯৬ সালের ২২ ডিসেম্বর শওকত হোসেন হিরন ঝালকাঠি সড়ক বিভাগ থেকে রায়পুরে মহাসড়কের ডান পাশে পাশে দেড় একর জমি ৯৯ বছর মেয়াদে লিজ নেন। ২০০০ সালে বন বিভাগের সহায়তায় ঐ জমিতে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার বনজ ও ফলজ গাছ রোপন করেন হিরন। স্থানীয়রা ফল গাছ বিনষ্ট করলেও বনজ গাছগুলো বেড়ে উঠেছে গত দেড়যুগে।

নাজমুর রহমান অভিযোগ করেন, গত ৩ জানুয়ারি রাত ১২টার দিকে শওকত হোসেন হিরনের লিজ নেয়া জমির গাছ কেটে নেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেন তিনি। এ সময় তাকে হত্যার হুমকি দেয় বাপ্পী ও তার সহযোগীরা।

৩ জানুয়ারি রাত থেকে ৪ জানুয়ারি রাতের মধ্যে তারা রেইনট্রি ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৫৭টি গাছ কেটে রাতারাতি সরিয়ে ফেলে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে কোতয়ালী থানায় অভিযোগ করেন তারা।

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ তাদের লিজ নেওয়া দেড় একর জমি জবর দখল এবং অর্ধ শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। অভিযুক্ত সোলায়মান বাপ্পী জমি দখল কিংবা গাছ কেটে নেওয়ার অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেন।

আরও পড়ুন…কিছু দেশ মহামারী প্রতিরোধ নিয়ে অপরাজনীতি করছে

সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জেবুন্নেছা আফরোজ বলেন, নানা অপকর্ম করায় বাপ্পীকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লিজ নেওয়া জমির গাছ জোরপূর্বক কেটে নেওয়ার বিষয়টি সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহকে জানানো হয়েছে। এ ঘটনায় নলছিটি থানায় বাপ্পীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ইবাংলা/জেএন/৫ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us