অধ্যাপক আইনুলকে জবি পিডিএফ এর পক্ষ থেকে সংবর্ধনা

জবি প্রতিনিধি

 

Islami Bank

ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ কর্তৃক বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি-জবিশিস এর নব-নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আইনুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

অধ্যাপক আইনুল জবি পিডিএফ শাখার উপদেষ্টা। সম্প্রতি তিনি জবিশিসের সভাপতি নির্বাচিত হয়েছেন। সে উপলক্ষে তাকে পিডিএফ জবি শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. আইনুল।

one pherma

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি পিডিএফ এর সভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ জিহাদ ও অন্যান্য সদস্যরা।

পিডিএফ হলো শারিরীকভাবে বিশেষ চাহিদাসম্পন্নদের উন্নয়নের জন্য গঠিত ফাউন্ডেশন। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছাড়াও সারা বিশ্বে বিশেষ চাহিদা সম্পন্নদের সার্বিক উন্নয়নে সক্রিয় কার্যক্রম পরিচালনা করে থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও তাদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us