জাকের পার্টির ঢাকা মহানগর উত্তর ছাত্রফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন ২০২৩ ও মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর পল্লবী ডি ব্লক ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জাকের পার্টির ছাত্রফ্রন্ট ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Islami Bank

এতে জাকের পার্টির ছাত্রফ্রন্টের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ মো: আব্দুল জব্বার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

আরও পড়ুন…রাজধানীতে অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় ৫ হাজার বিদেশি

one pherma

প্রধান অতিথির বক্তব্যে রবিউল ইসলাম রবি বলেন, একটি আদর্শ ও সুশৃঙ্খল জাতি গঠনে ইসলামি মূল্যবোধে ব্যক্তি, রাষ্ট্র, সমাজ ও পারিবারিক জীবন পরিচালিত করতে হবে। সে লক্ষ্যে আগামী ১৮-২১ ফ্রেরুয়ারি জাকের পার্টির বিশ্ব মহা সম্মেলনে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি ও দেশ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার আহবান জানাচ্ছি।

এ সময় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. কায়সার হামিদ, প্রেস উপ-সচিব আব্দুল লতিফ খান যুবরাজ, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী রাশিদুল হাসান রাশেদ, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান বিশ্বাস, ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক তারেক সিকদার, ছাত্রফ্রন্টের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেনসহ ঢাকা মহানগর উওর ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ এবং সাধারণ জনতা।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us