সুপার টুয়েলভের প্রথম দিনেই আজ মাঠে নামছে চার দল

ডেস্ক রিপোর্ট

বেজে গেল দামামা, শুরু হলো টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদাপূ্র্ণ আসর। বাছাইপর্ব শেষে আবু ধাবিতে শুরু হচ্ছে আজ বিশ্বকাপের মূল আসর। প্রথশ দিনেই মাঠেই নামছে চার দল। দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে দক্ষিন আফ্রিকা। বিকেল চারটায় আবু ধাবিতে শুরু হবে ম্যাচটি। অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে আফিক্রার মুখোমুখি হবে অজিরা। অন্যদিকে টেমবা বাভুমার নেতৃত্বে খেলবে দক্ষিন আফ্রিকা।

Islami Bank

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। রাত আটটায় শুরু হবে এই ম্যচটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবধরনের পরিসংখ্যান মিলিয়ে ইংল্যান্ডের থেকে অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আর বিশ্বকাপ এলে যেন দলটির বিপক্ষে আরও তেঁতে ওঠে ক্যারিবিয়ানরা। নয়তো, এখন পর্যন্ত পাঁচ দেখায় তাদের কেন একবারও হারাতে পারবে না ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড!

one pherma

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ তাই প্রথম জয়ের খোঁজে নামবে ইয়ন মরগানের দল। অন্যদিকে, ক্যারিবিয়ানরা চাইবে বিশ্বমঞ্চে ইংলিশদের বিপক্ষে তাদের শতভাগ জয়ের রেকর্ডটি ধরে রাখতে।

Contact Us