থাই সরকারের বিমানবন্দরে আগত চীনা পর্যটকদের ফুলের মালা তুলে দেন
আন্তর্জাতিক ডেস্ক
স্থানীয় সময় ৯ জানুয়ারি থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়, পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরিবহন মন্ত্রণালয় সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৮ জানুয়ারী চীনের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর আগত প্রথম চীনা পর্যটকদের স্বাগত জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করে। চীনের সিয়ামেন থেকে আসা এ ফ্লাইটে ২৬৯ জন যাত্রী ছিলেন।
থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী, পর্যটন ও ক্রীড়া মন্ত্রী, এবং পরিবহন মন্ত্রী চীনা যাত্রীদের স্বাগত জানান এবং তাদের ফুল ও স্মারক উপহার দেন।
মহামারির আগে চীন ছিল থাইল্যান্ডের প্রথম পর্যটক উত্স দেশ। ২০১৮ সালে চীনা পর্যটকদের সংখ্যা ১ কোটির বেশি ছিল। চীনা পর্যটকগণ আবারও থাইল্যান্ডে ফিরে আসার মাধ্যমে সেদেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করবে। বিশ্বের আরও কিছু দেশও চীনা পর্যটকদের স্বাগত জানিয়েছে।
ইবাংলা/জেএন/১১ জানুয়ারি, ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.