আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে এনসিবি!

ডেস্ক রিপোর্ট

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বড় বিপাকে আছেন। মাদক’সহ আটকের পর আজ ২০ দিন হলো জেল জীবন কাটছে তার। এখনো মেলেনি জামিন। এ পর্যন্ত কয়েকবার আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেন।

Islami Bank

বিশেষ আদালতে তার জামিনের আবেদন খারিজ হওয়ায় বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ান। ২৬ অক্টোবর তার জামিনের শুনানি।

আরিয়ানের দাবি, ফাঁসানো হচ্ছে তাকে। হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা করছে জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)। জামিনের জন্য আবেদন করে হাইকোর্টকে এমনই বললেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।

one pherma

আরিয়ানের মতে, তার হোয়াটসঅ্যাপে কথোপকথনকে ‘ভুল এবং অন্যায়’ভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রমোদতরীর পার্টিতে তার কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি বলেও জানিয়েছেন আরিয়ান। এখনও পর্যন্ত মাদক-কাণ্ডে মোট ২০ জনকে গ্রেফতার করেছেন এনসিবি। আরিয়ানের দাবি, তাদের মধ্যে আরবাজ শেঠ মার্চেন্ট ছাড়া আর কারও সঙ্গেই তার পরিচয় নেই। যে কথোপকথনের ওপর ভিত্তি করে এনসিবি তদন্ত এগোচ্ছে, তার সঙ্গে কোনও ধরনের ষড়যন্ত্রের যোগসূত্র নেই বলেও দাবি করেছেন তিনি।

প্রভাবশালী হওয়ায় জামিন পেলে তথ্যপ্রমাণ নয়ছয় করতে পারেন তিনি—জামিনের আবেদন খারিজ করার সময় একাধিক বার এই যুক্তি দেখানো হয়েছিল বিশেষ আদালতে। আরিয়ানের পাল্টা যুক্তি, আইনত আগে থেকেই ধরে নেওয়া যায় না যে একজন ব্যক্তি প্রভাবশালী হলেই তিনি তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করবেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। ২০ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোড জেল শাহরুখ-পুত্রের ঠিকানা। মঙ্গলবার কি জামিন পাবেন তিনি?

Contact Us