বিএনপিনেতা রিজভীর মুক্তি চেয়ে রাজধানীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

এনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এই মিছিল করেছে। দুপুরে মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

Islami Bank

মিছিলে নেতৃত্ব দেন রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সঞ্জয় দে রিপন এবং সদস্য সচিব যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা মো. শিপন খান।

one pherma

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবীর কিরণ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রবিন হোসেন, কেন্দ্রীয় জাসাস নেতা নাসিম পাপ্পু, আনোয়ার মির্জা, রোকেয়া হক রুকু, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা বাদল সরকার, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা তপন দা, ছাত্রনেতা জাকিউল আলম সাদা, কাউসার আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সব নেতা-কর্মীর মুক্তিরে দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ইবাংলা/জেএন/১২ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us