প্রথম নারী অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে অজিরা। ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশের মেয়েরা।
এরপর দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে টানতে থাকেন এই ব্যাটার। দিলারাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন আফিয়া প্রত্যাশা। তারা দুজনে মিলে যোগ করেন ৬৬ রান। দিলারাকে আউট করে জুটি ভাঙেন চোলে অ্যাইন্সয়োর্থ। ডানহাতি এই পেসারের বলে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হন ৪০ রান করা দিলারা।
ডানহাতি এই ব্যাটার ফেরার পর আউট হয়েছেন আফিয়াও। অ্যাইন্সয়োর্থের বলে অ্যালেনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২৪ রান করা আফিয়া। দারুণ জুটি গড়ে তোলেন স্বর্ণা এবং সুমাইয়া। শেষ ৪ ওভারে ২৫ রানের প্রয়োজন হলে ১৩ বল বাকি থাকতেই তা শেষ করেন তারা দুজন। শেষ পর্যন্ত সুমাইয়া ৪১ এবং স্বর্ণা অপরাজিত ছিলেন ১৩ রানে।
আরও পড়ুন…যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত তাদের মুখে দুর্নীতির কথা যায়না: প্রধানমন্ত্রী
এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়াকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। ইনিংসের দ্বিতীয় ওভারে পারিস বোডলারকে বোল্ড করেন দিশা। আরেক ওপেনার ক্যাট পেলেকে থিতু হতে দেননি ডানহাতি এই পেসার। দিশার বলে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে ৫ রানে ফেরেন ক্যাট। এরপর অবশ্য দারুণ জুটি গড়ে তোলেন ক্লেইর মোর এবং এল্লা হাওয়ার্ড।
দিশার বলে চার মেরে ৪৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ক্লেইর। হাফ সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। রাবেয়া খাতুনের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে লেকি চাকমার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৫২ রান করা ক্লেইর। থিতুত হতে পারেননি লুচি হ্যামিল্টন।
মারুফা আক্তারের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। একই ওভারে আউট হয়েছেন দারুণ ব্যাটিং করা হাওয়ার্ড। মারুফার বলে লেগ সাইডে খেলতে গিয়ে সুমাইয়ার হাতে ক্যাচ দেন ৩৫ রান করা এই ব্যাটার। শেষ দিকে অ্যামি স্মিথ এবং রেইস ম্যাকেন্না মিলে অস্ট্রেলিয়ার রান ১৩০ এ নিয়ে যান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা ও দিশা।
আরও পড়ুন…চোখের নিচে ১১ সেলাই তবুও খেললেন বিজয়ের এনামুল
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল- ১৩০/৫ (২০ ওভার) (ক্লেইর ৫২, হাওয়ার্ড ৩৫, স্মিথ ১৬*; দিশা ২/২৫, মারুফা ২/২৯) । বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ১৩২/৩ (১৭.৫ ওভার) (সুমাইয়া ৪১*, দিলারা ৪০, আফিয়া ২৪, স্বর্ণা ১৩*; অ্যাইন্সয়োর্থ ২/৯)
ইবাংলা/জেএন/১৪ জানুয়ারি, ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.