বিপিএলে তারকা ক্রিকেটার না আসার কারণ আগেই জানত বিসিবি

ক্রীড়াঙ্গন ডেস্ক

বিপিএল চলাকালেই বিশ্বব্যাপী আরও কয়েকটি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। ফলে অন্যান্য বারের চেয়ে এবার তারকা ক্রিকেটারদের উপস্থিতির হার বেশ কম। কিন্তু ভালো বিদেশি ক্রিকেটার না পেলেও বিপিএল চালিয়ে যাওয়ায় বদ্ধপরিকর ছিল বিসিবি।

Islami Bank

শনিবার (১৪ জানুয়ারি) বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটারদের না থাকা প্রসঙ্গে কথা বলেছেন।

জালাল ইউনুস বলেন, দেখুন বিপিএলের কতগুলো চ্যালেঞ্জ ছিল। এটি কিন্তু ৬-৭ মাস আগে থেকে বোর্ড থেকে বলা হচ্ছিল- এবার যে সময়ে আমাদের টুর্নামেন্ট হবে সেই সময় কিন্তু আরও টুর্নামেন্ট হচ্ছে বাইরে। বিশেষ করে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি হচ্ছে দুবাইতে।

এখানে (আইএলটি-২০) দেখেন বেশিরভাগ, ৯০ শতাংশ ক্রিকেটার যারা নাকি আমাদের বিপিএলে খেলত তারা সেখানে খেলছে। তার মানে বড় একটা অংশ সেখানে খেলছে বলে আমরা খুব বেশি বিদেশি পাচ্ছি না।

বিপিএল খেলতে বাংলাদেশে পা দিয়েছিলেন ডেভিড মালান, বেনি হাওয়েল, মোহাম্মদ নবি, ফজলহক ফারুকী, সিকান্দার রাজার মতো ক্রিকেটাররা। কিন্তু আইএলটি-২০ খেলতে ঢাকা থেকেই দুবাই চলে যান তারা। তবে শোয়েব মালিক, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলীর মতো ক্রিকেটারদের পদচারণায় বিপিএল কিছুটা প্রাণ পেয়েছে।

তিনি আরও বলেন, ‘ওই ধরনের খেলোয়াড় যে আমরা পাব না, এটা আগে থেকেই জানতে পেরেছিলাম। এমনও হতে পারত আমরা বিপিএলটা নাও করতে পারতাম। কিন্তু আমরা এটা চালিয়ে যেতে চাচ্ছি, যেন কোনো গ্যাপ না থাকে।

one pherma

সেজন্য আমরা টুর্নামেন্ট করছি আমরা জানি এই সময় ক্রিকেটার পাব না, মানে আন্তর্জাতিক মানের। এটা একটা চ্যালেঞ্জ ছিল আপনাদের আগেই জানানো হয়েছিল। বাকি যেগুলো সমস্যা ছিল সেগুলোও কিন্তু এই কারণেই। এগুলো কিন্তু আমরা আগে থেকেই বলে আসছিলাম।

বিপিএলকে ঘিরে শুরুতেই বিস্ফোরক মন্তব্য করেন দেশসেরা অলরাউন্ডার সাকিব। এরপর তার সুরে তাল মিলিয়েছেন মাশরাফীও। এ ছাড়া ডিআরএস না থাকায় সমালোচনা তো আছেই। তবে বিপিএল নিয়ে যা কথাই হোক না কেন, মাঠের ক্রিকেট নিয়ে বেশ খুশি বিসিবির এই কর্মকর্তা।

আরও পড়ুন…হতদরিদ্রদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান, প্রধানমন্ত্রী

জালাল ইউনুস বলেন, ‘টুর্নামেন্টটা কিন্তু ভালো হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমাদের স্থানীয় ছেলেরা রান করছে। আমরা যেটা চাইছিলাম যে আমাদের খেলোয়াড়েরা রান করুক এবং সেটিই হচ্ছে।’

ইবাংলা/জেএন/১৫ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us