হিরোকে কেউ জিরো বানাতে পারেনি ভবিষ্যতেও পারবেনা

বিনোদন ডেস্ক

হিরোকে অলটাইম সবাই জিরো বানাতে চায়। কিন্তু হিরোকে কেউ জিরো বানাতে পারেনি।ভবিষ্যতেও পারবেনা। বগুড়া-৪ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশগ্রহণে হাইকোর্ট থেকে আদেশ পাওয়ার পর মঙ্গলবার (১৭ জানুয়ারি) এমন মন্তব্য করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সাংবাদিকদের প্রশ্নে সামাজিক মাধ্যমে আলোচনায় থাকা হিরো আলম বলেন, আইনের ওপর আমার শ্রদ্ধা ছিল, নির্বাচন কমিশন বাতিল করলেও অন্তত আদালতে বিচার পাবো। সেই বিচার পেয়েছি। এখন বগুড়া-৪ ও বগুড়া -৬ আসনে প্রার্থীতা ফিরে পেয়েছি। আমার নির্বাচন করতে বাধা নেই আর। এখন প্রচারে নামবো।

বিষয়টি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গায়িকা মমতাজ, নায়িকা মাহিয়া মাহি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যমের আলোচিত-সমালোচিত এই তারকা।

গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘গত কয়েকদিন আগে মাহিয়া মাহি নির্বাচনে দাঁড়াতে চেয়েছিল। এর আগে মাশরাফি দাঁড়িয়েছিল, মমতাজ দাঁড়িয়েছিল। আপনারা যে ভোটে দাঁড়িয়েছেন, আপনারা গান গেয়েছেন, ক্রিকেট খেলেছেন, অভিনয় করেছেন, আপনাদের কী যোগ্যতা আছে নির্বাচন করবেন?’

তিনি আরও বলেন, ‘আমার নাম হলো হিরো। সব করেছি হিরিগিরি করে। অনেকে হিরোকে জিরো বানাতে চেষ্টা করে। কিন্তু হিরোকে কেউ জিরো বানাতে পারেনি। আমি দুটি আসন থেকেই ভোট করব।’

ইবাংলা/জেএন/১৭ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us